আছিয়া বুঝে গিয়েছিল সে বাঁচবেনা,তাকে বাঁচতে দিবেনা এ জনপদের মানুষ্যরূপী হায়েনারা।


#আছিয়া বুঝে গিয়েছিল সে বাঁচবেনা,তাকে বাঁচতে দিবেনা এ জনপদের মানুষ্যরূপী হায়েনারা।


তারা তাকে শুধু ধর্ষন করে ছাড়েনি মৃত্যুও নিশ্চিত করে গেছে।তাই সে মৃত্যুর আগে তার ভাইকে একটু দেখতে চাইলো।তাকে ভারাক্রান্ত হৃদয়ে মনের ভেতর জমে থাকা দুঃখগুলো বুঝাতে চাইলো।বললো খবর দাও আমার ছোট ভাইটারে খবর দাও।সে হয়তো বুঝবে আমার প্রতি তার হয়তো একটু দয়া আসবে।

ছোট ভাই বিভিন্ন ব্যারিকেড পেরিয়ে বোনের কাছে এসে অনেক শান্তনা দিতে চাইছে।কিন্তু আছিয়া বলছে না তুমি না আমাকে বলতে দাও।আমার অনেক না বলা কথা যে আছে রে আমার ভাই!

নরপশুরা আমাকে অনেক কষ্ট তো দিয়েছেই কিন্তু আমার বুঝে আসছেনা আমি বেঁচে থাকলে এই হায়ওয়ান দের কি অসুবিধা ছিলো?

হে ভাই তুমিই বলো আমি কোন দেশের সন্তান? 

ও ভাই,বলো! এটা কি মগের মুল্লুক? 

জানি তুমি এসব কিছু বুঝোনা।এদিকে আমার যাওয়ার সময়ও সন্নিকট। একটু কাছে এসো তোমাকে একটু আদর করি!আসো,ওম্মা আমার ছোট কলিজারে,,, 

আমাকে ভুলে যেও।

মায়ের প্রতি যত্ন নিও।বড়বোনের বাড়িতে খবরদার একলা যেওনা।ওখানে ভাল্লুক আছে।বোনকে আমার সালাম জানাইও।

বাই!বিদায়!

নিষ্ঠুর এ জনপদকে আলবিদা টা টা বাই বাই আমি যাই।

বিদায় দাও গো,,,,,,😖৷,,,তোমরা

ইন্না-লিল্লাহ ওয়াইন্না ইলাইহি রাজিউন।

Countdown Timer
00:01

Comments

Popular posts from this blog

আন্দোলনে ধর্ষণ হওয়ার অভিযোগ দাবি করা মাহির ৪২ মিনিটের রেকর্ড ফাঁস

ধোবাউড়ার, মুন্সিরহাট বাজারে পেট্রোলের দোকানে আগুন। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস কাজ করছেন। আল্লাহ্ পাক হেফাজত করুন।

মেয়ের ছোড়া গরম তেলে ঝলসে গেলেন বাবা