মানিকগঞ্জের রাস্তার পাশে বাঁশঝাড় থেকে কার্টনবন্দি অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধারের দুদিন পরে তার পরিচয় পাওয়া গেছে।

মানিকগঞ্জের রাস্তার পাশে বাঁশঝাড় থেকে কার্টনবন্দি অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধারের দুদিন পরে তার পরিচয় পাওয়া গেছে। তবে হত্যাকাণ্ডের রহস্য এখনো উন্মোচন হয়নি। এ ঘটনার পর থেকে নিহতের স্বামীর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে পুলিশ।



রোববার (৬ এপ্রিল) দুপুরে এ বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার পরিদর্শক (অপারেশন) আমিনুল ইসলাম।


বাঁশঝাড়ে পড়ে থাকা কার্টনবন্দি মরদেহের পরিচয় মিলেছেমানিকগঞ্জ থানার পরিদর্শক (অপারেশন) আমিনুল ইসলাম কালবেলাকে বলেন, বিউটি গোস্বামীর মরদেহ উদ্ধারের পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তথ্যপ্রযুক্তির সহায়তায় বিউটির পরিচয় পেয়ে স্বজনদের খবর দেওয়া হয়। পরে তার ময়নাতদন্তের কাজ শেষে পরিবারে সদস্যদের কাছে মৃতদেহ হস্তান্তর করা হয়েছে।পুলিশ জানান, নিহত ওই নারীর নাম বিউটি গোস্বামী (৩৮)। তিনি লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার নিহারঞ্জন গোস্বামীর মেয়ে। বিউটি গোস্বমী তার স্বামীর সঙ্গে ঢাকার উত্তরায় বসবাস করতেন। নিহতের স্বামী সেখানে কোনো এক বায়িং হাউজে চাকরি করতেন। তাদের সংসার জীবনে দুই ছেলে সন্তান রয়েছে।তিনি আরও জানান, নিহতের বাবা নিহারঞ্জন গোস্বামী বাদী হয়ে এ বিষয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।উল্লেখ্য, গত ৪ এপ্রিল মানিকগঞ্জ সদর উপজেলার পুটাইল ইউনিয়নের মিতরা-বরুন্ডি আঞ্চলিক সড়কের এগারোশ্রী এলাকার রাস্তার পাশে বাঁশঝাড় থেকে রক্তাক্ত কার্টনে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ।

Countdown Timer
00:01

Comments

Popular posts from this blog

আন্দোলনে ধর্ষণ হওয়ার অভিযোগ দাবি করা মাহির ৪২ মিনিটের রেকর্ড ফাঁস

ধোবাউড়ার, মুন্সিরহাট বাজারে পেট্রোলের দোকানে আগুন। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস কাজ করছেন। আল্লাহ্ পাক হেফাজত করুন।

মেয়ের ছোড়া গরম তেলে ঝলসে গেলেন বাবা