ঢাকায় নেতানিয়াহুকে জুতাপেটার খবর ইসরায়েলি গণমাধ্যমে
ঢাকায় নেতানিয়াহুকে জুতাপেটার খবর ইসরায়েলি গণমাধ্যমে
ফিলিস্তিনের গাজায় বর্বর হামলার প্রতিবাদে ঢাকায় ‘মার্চ ফর গাজায়’ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচিতে নেতানিয়াহুর ছবিতে জুতাপেটার খবর প্রকাশ করেছে প্রভাবশালী ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল।
শনিবার (১২ এপ্রিল) ‘বাংলাদেশে প্রায় ১ লাখ মানুষের গাজা যুদ্ধের বিরুদ্ধে প্রতিবাদ, পিটিয়েছে নেতানিয়াহু ও তার মিত্রদের ছবি।’ শিরোনামে সংবাদটি প্রকাশ করে টাইমস অব ইসরায়েল।
এ ছাড়া, একই বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন বার্তা সংস্থা এপি। তবে এপির শিরোনামে বিষয়টি ভিন্ন। তাদের শিরোনাম হলো—‘বাংলাদেশের রাজধানীতে ইসরায়েলের বিরুদ্ধে প্রায় ১ লাখ মানুষের র্যালি।’
টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়, হাজার হাজার বিক্ষোভকারী বাংলাদেশের রাজধানীতে গাজায় ইসরায়েলের হামলার নিন্দা জানাতে র্যালি করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার সোহরাওয়ার্দী পার্কে প্রায় ১ লাখ বিক্ষোভকারী জড়ো হয়েছিলেন। তাদের হাতে ছিল কয়েক শ ফিলিস্তিনি পতাকা। সেখানে তারা ‘ফ্রি ফ্রি, ফিলিস্তিন’-এর মতো স্লোগান দিয়েছেন।
প্রতিবেদনে আরও বলা হয়, বিক্ষোভকারীদের অনেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি পিটিয়েছেন। তাদের অভিযোগ, ট্রাম্প-মোদি ইসরায়েলের সহযোগী। র্যালিতে তারা প্রতীকী কফিন ও হতাহত বেসামরিক মানুষের প্রতীকী পুত্তলিকা নিয়ে এসেছিলেন।
এপির প্রতিবেদনে বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), ইসলামিক গ্রুপ ও দল এই র্যালিতে সংহতি জানায়।
প্রতিবেদনে আরও বলা হয়, ১৭ কোটি মানুষের বাংলাদেশটি মুসলিমপ্রধান। ইসরায়েলের সঙ্গে তাদের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই এবং তারা অফিশিয়ালি একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে সমর্থন করে।
Comments
Post a Comment