আন্দোলনে ধর্ষণ হওয়ার অভিযোগ দাবি করা মাহির ৪২ মিনিটের রেকর্ড ফাঁস বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্রলীগ নেতাদের ধর্ষণের শিকার হয়েছেন দাবি করা মাহি ইস্যুতে বেরিয়ে আসছে চাঞ্চল্যকর সব তথ্য। ২২ ফেব্রুয়ারি রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সায়মা মাসুদ মোমো নিজের ফেসবুক প্রোফাইলে এই বিষয়ে একটি স্ট্যাটাস দিয়েছেপোস্টে সায়মা মাসুদ মোমো ওই শিক্ষার্থীর সম্পর্কে একটি দীর্ঘ পোস্ট দিয়েছেন।যেখানে সায়মা লিখেন, আদ্রিনা মাহিকে ধর্ষণ এবং পরবর্তীতে তাকে সমন্বয়কদের সাহায্য না করা প্রসঙ্গেপ্রথমেই বলছি, সত্য মিথ্যার বিচার আমি করব না, আমি শুধু পুরো ঘটনার বিস্তারিত বলব। অনেক লম্বা কাহিনী, পুরোটা পড়ার অনুরোধ রইলো, বিচারের দায়িত্ব আপনাদের হাতে। ঘটনার শুরু : আদ্রিনা মাহির সাথে আমার পরিচয় হয় আগস্টের পরে,নারায়ণগঞ্জে যাবার পর।আমার সাথে তার খুবই ভালো সম্পর্ক। আমি সিনিয়র হওয়া সত্ত্বেও আমার কাছে তার এমন একটা কম্ফোর্ট জোন আছে যে সে আমাকে “আপু ” না ডেকে তুমি করেই তারিখটা ঠিক মনে নেই, একদিন হঠাৎ সে এসে বলতেসে, “মম, আমার সাথে তো আন্দোলনের সময় খারাপ কাহিনী ঘটেছে। আমি তো আন্দোলনের সময় রেইপড হয়েছিলাম, এজন্য আমাক...
মেয়ের ছোড়া গরম তেলে ঝলসে গেলেন বাবা ফেনীর পরশুরামে ফাতেমা আক্তার নিহার (১৩) ছোড়া গরম তেলে দগ্ধ হয়েছেন বাবা মো. নূর নবী (৩৫)। বর্তমানে তিনি ফেনী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় ভুক্তভোগীর মেয়ে ফাতেমা আক্তার নিহাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়েছে পরশুরাম মডেল থানা পুলিশ। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরের দিকে পৌরসভার বাঁশপদুয়া পশ্চিম পাড়ায় এ ঘটনা ঘটে। Countdown Timer 00:01
Comments
Post a Comment