গাজীপুরে মিনিবাস-অটোরিকশার সংঘর্ষে শিশু নিহত, বাসে আগুন

 গাজীপুরে মিনিবাস-অটোরিকশার সংঘর্ষে শিশু 




গাজীপুর মহানগরীর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের তেলিপাড়া এলাকায় মিনিবাস-অটোরিকশার সংঘর্ষে এক শিশু নিহত হয়েছে। এ ছাড়া আহত হয়েছেন আরও দুজন। এ ঘটনায় বাসটিতে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা।


সোমবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় মহানগরীর বাসন থানা এলাকায় এ ঘটনা ঘটে।


প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সন্ধ্যা ৭টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের তেলিপাড়া এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেয় মিনিবাস। এতে অটোরিশকাটি উল্টে গিয়ে এক শিশু যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়। এ ছাড়া অপর দুজন আহত হন। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।


এ ঘটনায় চ্যাম্পিয়ন পরিবহনের বাসটিতে আগুন ধরিয়ে দেন উত্তেজিত জনতা। এতে প্রায় আধাঘণ্টা ওই মহাসড়কে যানবাহন চলাচল বিঘ্নিত হয়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।


এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায়সার আহমেদ বলেন, হতাহতদের বিস্তারিত পরিচয় জানা যায়নি। ঘটনার পর বিক্ষুব্ধ জনতা একটি বাসে আগুন দিয়েছেন। 


তিনি বলেন, মরদেহ উদ্ধারসহ পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। বর্তমানে ওই সড়কে যানচলাচল স্বাভাবিক আছে।



Countdown Timer
00:01

Comments

Popular posts from this blog

আন্দোলনে ধর্ষণ হওয়ার অভিযোগ দাবি করা মাহির ৪২ মিনিটের রেকর্ড ফাঁস

ধোবাউড়ার, মুন্সিরহাট বাজারে পেট্রোলের দোকানে আগুন। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস কাজ করছেন। আল্লাহ্ পাক হেফাজত করুন।

মেয়ের ছোড়া গরম তেলে ঝলসে গেলেন বাবা