মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গ্রেপ্তার

 মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গ্রেপ্তার


মেহেরপুরের মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম তোতাকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার রাতে কেগারগঞ্জ বাজারের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে মুজিবনগর থানা পুলিশ।


সোমবার (১৪ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন মুজিবনগর থানার ওসি মিজানুর রহমান। 


জানা যায়, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ অভিযান চলমান রয়েছে। এ অভিযানে রফিকুল ইসলাম তোতাকে গ্রেপ্তার করে মুজিবনগর থানায় নেওয়া হয়। বিভিন্ন বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। 


এ বিষয়ে মুজিবনগর থানার ওসি মিজানুর রহমান বলেন, রফিকুল ইসলাম তোতাকে একটি মামলার অজ্ঞাতনামা আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। তাকে মেহেরপুর আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে। 


প্রসঙ্গত, রফিকুল ইসলাম তোতা গেল উপজেলা পরিষদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেনের অত্যন্ত আস্থাভাজন হিসেবে পরিচিত রফিকুল ইসলাম তোতা নির্বাচনে পরাজয় বরণ করেছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আমাম হোসেন মিলুর কাছে। 



Countdown Timer
00:01

Comments

Popular posts from this blog

আন্দোলনে ধর্ষণ হওয়ার অভিযোগ দাবি করা মাহির ৪২ মিনিটের রেকর্ড ফাঁস

ধোবাউড়ার, মুন্সিরহাট বাজারে পেট্রোলের দোকানে আগুন। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস কাজ করছেন। আল্লাহ্ পাক হেফাজত করুন।

মেয়ের ছোড়া গরম তেলে ঝলসে গেলেন বাবা