মার্চ ফর গাজা’ কর্মসূচিতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় আহত ১২

 মার্চ ফর গাজা’ কর্মসূচিতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় আহত ১২


মার্চ ফর গাজা’ কর্মসূচিতে যোগ দিতে ঢাকায় যাওয়ার পথে টাঙ্গাইলের ধনবাড়ীতে সড়ক দুর্ঘটনায় ১২ জন আহত হয়েছেন। 

শনিবার (১২ এপ্রিল) সকালে ধনবাড়ী উপজেলার বানিয়াজং বাসস্ট্যান্ডে এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 


আহতরা সবাই জামালপুরের জেলার মাদারগঞ্জ উপজেলার ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মী এবং দুর্ঘটনা কবলিত মাইক্রোবাসের যাত্রী ছিলেন। আহতদের মধ্যে ইসলামী আন্দোলন মাদারগঞ্জ উপজেলার সভাপতি মাওলানা সফিকুল ইসলাম রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার সকালে মার্চ ফর গাজা কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য মাদারগঞ্জ উপজেলা থেকে একটি মাইক্রোবাসে ইসলামী আন্দোলন বাংলাদেশ মাদারগঞ্জ উপজেলার একটি দল যাত্রা শুরু করে। নেতাকর্মীদের বহনকারী বাসটি টাঙ্গাইলের ধনবাড়ী বানিয়াজং বাসস্ট্যান্ডে এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ১২ জন যাত্রী আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ১১ জনকে জামালপুর হাসপাতালে ভর্তি করে। গুরুতর আহত এক জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করা হয়েছে।


ধনবাড়ী থানার ওসি শহীদুল্লাহ বলেন, দুর্ঘটনা কবলিত মাইক্রোবাসগুলো উদ্ধার করা হয়েছে। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।



Countdown Timer
00:01

Comments

Popular posts from this blog

আন্দোলনে ধর্ষণ হওয়ার অভিযোগ দাবি করা মাহির ৪২ মিনিটের রেকর্ড ফাঁস

ধোবাউড়ার, মুন্সিরহাট বাজারে পেট্রোলের দোকানে আগুন। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস কাজ করছেন। আল্লাহ্ পাক হেফাজত করুন।

মেয়ের ছোড়া গরম তেলে ঝলসে গেলেন বাবা